You dont have javascript enabled! Please enable it!

১৫ জানুয়ারী ১৯৭২ঃ পার্টি অফিসে শেখ মুজিব

বিকেলে দলীয় কার্যালয়ে কর্মীদের উদ্দেশে শেখ মুজিব বলেন, বহু কষ্টে অর্জিত স্বাধীনতা যারা নষ্ট করতে চায় তাদের হুশিয়ার করে দিচ্ছি তবে তারা যদি তা করতে চায় তবে তারা সাড়ে সাত কোটি মানুষের মৃতদেহের উপর করতে হবে। প্রধানমন্ত্রী সবাইকে সাবধান করে দিয়ে বলেন বাংলাদেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। তবে শত্রু যতই শক্তিশালী হোক না কেন তারা কিছুতেই বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করতে পারবে না। তিনি বলেন বাংলার মানুষ এখন রক্ত দিতে শিখেছে। তিনি বলেন বাংলার মানুষ নাকি যুদ্ধ করতে জানে না এবার তা তারা করে দেখিয়ে দিয়েছে কিভাবে যুদ্ধ করতে হয়। নিজের কথা বলতে গিয়ে তিনি বলেন আমি কখনও প্রধানমন্ত্রী হতে চাইনি আমি চেয়েছিলাম বাংলার স্বাধীনতা। তিনি বলেন এখন পুনর্গঠনের সময় তাই আওয়ামী লীগের কর্মীদেরই এ দায়িত্ব পালন করতে হবে। দেশে এমন কোন সম্পদ নেই যা দিয়ে দেশ পুনর্গঠন করা যাবে তাই আমাকে ভিক্ষার ঝুলি নিয়ে বের হতে হচ্ছে। তিনি বলেন মুক্তিযোদ্ধাদের প্রতি আমার বিশেষ যত্ন নিতে হবে। যারা আহত হয়েছে তাদের চিকিৎসা করাতে হবে। আমাদের দেখতে হবে তাদের সন্তানেরা শিক্ষার সব সুযোগ সুবিধা পায়। তিনি আওয়ামী লীগ কর্মীদের প্রতিশোধ থেকে নিজেদের বিরত থাকতে অনু্রোধ করেন। তিনি তাদের আশ্বস্ত করে বলেন কোন দোষী মাফ পাবে না। তারা যেখানে লুকায়ে থাকুক না কেন তাদের খুজে বের করে শাস্তির আওতায় আনা হবে। তিনি সকল কে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার আহবান জানান।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!