১৫ জানুয়ারী ১৯৭২ঃ শহীদ স্মরণে রেসকোর্সে স্মৃতিসৌধ হবে
ঢাকায় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সন্ধায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেয়ার সময় ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতির উদ্দেশে রেসকোর্সে একটি স্মৃতিসৌধ হবে। তিনি দলীয় কর্মীদের সকল শহীদদের তালিকা সংগ্রহ করে তা জমা দেয়ার আহ্বান জানান। তিনি বলেন যতদিন পর্যন্ত এই সভ্যতা এবং পৃথিবী বেচে থাকবে ততদিন আমরা স্মরণ করে দিতে চাই যে গণহত্যা কত পাশবিক এবং নির্মম হতে পারে এবং সে জন্যই আমরা একটি স্মৃতি সৌধ গড়ে তুলতে ইচ্ছুক।