আহত মুক্তিযোদ্ধাদের সেবা প্রদানের উদ্দেশ্যে স্থাপিত হয় বাংলাদেশ হাসপাতাল। সোনামুড়া বন বিভাগের বিশ্রামাগারে ত্রিপুরা বনবিভাগের আধিকারিক শ্রি নরেশ ভট্টাচার্যের আর্থিক সাহায্যে ক্যাপ্টেন আখতারের প্রচেষ্টায় বাংলাদেশ হাসপাতাল প্রতিষ্ঠা লাভ করে। এর নাম দেয়া হয় বাংলাদেশ ফোরসেস হাসপাতাল। কুমিল্লার নয়াবাজার পল্লীস্বাস্থ্য কেন্দ্রের কিছু মালামাল এনে এর কাজ শুরু করা হয়। এটি ১০ মে উদ্বোধন করা হয়।
#বাংলাদেশ_হাসপাতাল আহত মুক্তিযোদ্ধাদের সেবা প্রদানের উদ্দেশ্যে স্থাপিত হয় বাংলাদেশ হাসপাতাল। সোনামুড়া বন বিভাগের বিশ্রামাগারে ত্রিপুরা বনবিভাগের আধিকারিক শ্রি নরেশ ভট্টাচার্যের আর্থিক সাহায্যে ক্যাপ্টেন আখতারের প্রচেষ্টায় বাংলাদেশ হাসপাতাল প্রতিষ্ঠা লাভ করে। এর নাম দেয়া হয় বাংলাদেশ ফোরসেস হাসপাতাল। কুমিল্লার নয়াবাজার পল্লীস্বাস্থ্য কেন্দ্রের কিছু মালামাল এনে এর কাজ শুরু করা হয়। এটি ১০ মে উদ্বোধন করা হয়।
Posted by সংগ্রামের নোটবুক on Tuesday, February 11, 2020