ভারতীয় বিমান ছিনতাই ও ধ্বংসের বিরুদ্ধে
পাকিস্তানে ব্যাপক প্রতিবাদ ও অবিলম্বে তদন্তের দাবি
নয়াদিল্লী ১৬ ফেব্রুয়ারি (ইউ এন আই) – ভারতীয় বিমান ছিনতাই ও ধ্বংসের বিরুদ্ধে পূর্ব পশ্চিম পাকিস্তানে উভয় অংশ থেকেই ব্যাপক প্রতিবাদ উখিত হয়েছে।
পূর্ব পাকিস্তানের প্রভাবশালী দৈনিক পত্র ‘পাকিস্তান অবজারভার এ ভারতীয় বিমান ছিনতাই ও ধ্বংশের নিন্দা করা হয়েছে যাতে উভয় দেশের মধ্যকার সম্পর্কের অবনতি না ঘটে সেজন্য উক্ত দৈনিকপত্রে এই বিরােধ মীমাংসার উদ্দেশ্য ভারত পাকিস্তানের নিকট প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান হয়েছে।
পূর্ব পাকিস্তান ছাত্র লীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন বিমান ছিনতাইকারীদের কার্যকলাপের কঠোর সমালােচনা করেছেন এবং কায়েমী-স্বার্থবাদীরা এই কার্যকলাপের পূর্ণ সুযােগ গ্রহণ করবে বলে উল্লেখ করেছেন।
পশ্চিম পাঞ্জাবের জনৈক নেতা ও বিমান ছিনতাই ও ধ্বংস কার্যের নিন্দা করেছেন। ন্যাশনাল আওয়ামী পার্টির (ওয়ালি গ্রুপ) প্রাদেশিক শাখার সহ সভানেত্রী শ্রীমতি নালিমা সাসিম মালিক ভারতীয় বিমান ধ্বংস বন্ধ করার জন্য সরকারের ব্যর্থতা সম্পর্কে তদন্তের দাবি উত্থাপন করেন এবং উভয় দেশের পারস্পরিক সম্পর্ক উন্নত করার আহবান জানান।
সূত্র: কালান্তর, ১৭.২.১৯৭১