You dont have javascript enabled! Please enable it! 1972.01.14 | ১৪ জানুয়ারী ১৯৭২ঃ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দেখতে ঢাকা মেডিকেলে শেখ মুজিব  - সংগ্রামের নোটবুক

১৪ জানুয়ারী ১৯৭২ঃ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দেখতে ঢাকা মেডিকেলে শেখ মুজিব
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দেখতে সকালে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। তিনি সেখানে চিকিৎসারত সকল মুক্তিযোদ্ধার খোজ খবর নেন। এসময় তিনি মুক্তিযোদ্ধাদের শৌর্য-বীর্য এবং পাকিস্তানী দখলদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বীরোচিত সংগ্রামের প্রশংসা করেন। এ সময় তার সাথে কলেজের অধ্যক্ষ এম, আর চৌধুরী, তোফায়েল আহমেদ এমএনএ ছিলেন। মুক্তিযোদ্ধাদের কাছ থেকে হানাদার বাহিনীর নির্যাতনের মর্মস্পর্শী বিবরন ও তাদের ক্রন্দন শুনে তিনি আবেগাপ্লুত হয়ে পরেন। তিনি তাদের স্নেহের সহিত আদরও ও রোগমুক্তির জন্য দোয়া করেন।