You dont have javascript enabled! Please enable it!

১৯৫৬ সালের প্রাদেশিক আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রমের তালিকা

এখানে আওয়ামী লীগ আমলে গৃহীত কয়েকটি উন্নয়নমূলক কর্মসূচির কথা উল্লেখ করা হলাে : ১. পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য প্রথম প্ল্যানিং বাের্ড’ গঠন, ২. ১৯৫৫-৬০ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন (পাকিস্তানে আওয়ামী লীগ
দু’বছর পর ক্ষমতায় এসে পরিকল্পনাটি একটু সংশােধন করে ‘থ্রি ইয়ার্স ফেজ অব দি ফাইব ইয়ার প্ল্যান তৈরি করে), ৩. প্রথম শিক্ষা সংস্কার কমিটি গঠন, ৪. মাদ্রাসা আলিয়ার স্থায়ী ভবন নির্মাণ, ৫. ময়মনসিংহে পশু চিকিৎসা কলেজ স্থাপন, ৬. বন বিভাগে দুটি সার্কেল গঠন, ৭. জুট মার্কেটিং করপােরেশন গঠন, ৮. ফেঞ্চুগঞ্জ গ্যাস কারখানা স্থাপন, ৯. সাভার ডেয়ারি ফারম্ স্থাপন, ১০. স্থায়ী শিল্প ট্রাইব্যুনাল গঠন, ১১. শ্রমিক সংগঠনগুলাের জন্য ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রথা চালু ও শ্রমিক
ইউনিয়নকে বাধ্যতামূলক স্বীকৃতি প্রদান বিষয়ক আইন প্রণয়ন, ১২. কক্সবাজারে প্রথম পর্যটন কেন্দ্র নির্মাণ, ১৩. ঢাকা-আরিচা, নগরবাড়ী-রাজশাহী ও ঢাকা-চট্টগ্রাম যােগাযােগ সড়ক নির্মাণ, ১৪. কৃষি ঋণের ক্ষেত্রে সার্টিফিকেট প্রথা বাতিল, ১৫. ঢাকায় রমনা গ্রিন নামে বােটানিক্যাল গার্ডেন নির্মাণ, ১৬. ফরেস্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করপােরেশন গঠন, ১৭. আবাদী জমিতে জলসেচের জন্য কৃষকদের কাছে সর্বপ্রথম ১০০০ পাওয়ারের পাম্প সরবরাহ, ১৮, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থার জন্য ওয়াটার এন্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি (ওয়াপদা) গঠন, ১৯. পূর্ব পাকিস্তানে চলচ্চিত্র নির্মাণের জন্য প্রথম চলচ্চিত্র স্টুডিও ‘এফডিসি’ স্থাপন, ২০. প্রশাসন থেকে বিচার বিভাগকে পৃথকীকরণ, ২১. ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ২১ ফেব্রুয়ারি সরকারী ছুটি ঘােষণা, ২২. সরকারীভাবে পহেলা বৈশখ উদযাপন, ২৩. বাংলা একাডেমি থেকে বাংলা সাহিত্য ও বিজ্ঞানের পুস্তক প্রকাশের জন্য প্রথম অর্থ বরাদ্দ ও ২৪. বাংলা টাইপরাইটার উদ্ভাবনের জন্য সরকারী উদ্যোগ প্রভৃতি।

 

Reference: ঊনসত্তরের গণ আন্দোলন ও বঙ্গবন্ধু – তোফায়েল আহমেদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!