শরণার্থীদের জন্য সংসদ সদস্যদের বেতন টাকার প্রস্তাব
নয়াদিল্লী ৯ জুন (ইউএনআই) বাঙলাদেশের শরণার্থীদের জন্য সংসদ সদস্যদের বেতন থেকে ১০ শতাংশ কেটে রাখার প্রস্তাব করে ইন্দিরা কংগ্রেস সদস্য শ্রীআকবর আলি খান আজ একটি বক্তব্য রাখেন।
তিনি বলেন, বাঙলাদেশের শরণার্থীদের আগমনের জনগণের কাঁধে যে বিরাট চাপ পড়েছে তা বহন করার জন্য প্রথমেই পথ দেখানাে উচিত সংসদ-সদস্যদের কেন্দ্রীয়মন্ত্রী ও পদস্থ কর্মচারী যারা ২ হাজার টাকা বেতন পান তাদের থেকে ১০ শতাংশ কেটে রাখার জন্য আজ রাজ্য সভায় বাজেট আলােচনায় অংশ গ্রহণের সময় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রিপরিষদের আনুসঙ্গিক খরচ ও এই বাবদ তিনি ১৫ শতাংশ কেটে নেবার প্রস্তাব করেন।
রাজ্যপাল, উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির মাহিনারও সংবিধানে অনুমােদন কররে এই জন্য কেটে নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
সূত্র: কালান্তর ১০.৬.১৯৭১