জাকার্তা টাইমস, ১৫ এপ্রিল, ১৯৭১
এই গণহত্যা বন্ধ কর
রাজনীতিবিদ, শিক্ষক, ছাত্র, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং এমনকি নিরস্ত্র বেসামরিক নারী ও শিশুরা পূর্ব পাকিস্তানে নির্মমতার শিকার হচ্ছে। মুসলিম বিশ্ব কি এই কষ্ট দেখে বসে থাকবে? ইসলাম কি সশস্ত্র মুসলমানদের দ্বারা নিরস্ত্র মুসলমানদের হত্যার অনুমোদন করে? ইসলামী নীতি কি সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারের তাগিদে সংখ্যাগরিষ্ঠদের দ্বারা সংখ্যালঘু দের উপর অত্যাচারকে ন্যায্যতা দেয়?
মুসলিম রাষ্ট্রগুলোর দ্রুত এগিয়ে আসা উচিৎ। ভাল মুসলমানরা অন্য মুসলমানদের উপর নির্যাতন চালাতে পারেনা। ইন্টারন্যাশনাল ইসলামিক সংগঠন পূর্ব পাকিস্তানের বর্তমান অবস্থায় নীরব দর্শকের ভূমিকায় থাকা উচিত হবে না। গণহত্যা যথাসাধ্য বন্ধ করার জন্য ও শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের সব ব্যাবস্থা নিতে হবে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বলতে পারেন যে পূর্ব পাকিস্তানের ঘটনা জাতীয় ব্যাপার কিন্তু যদি পূর্ব পাকিস্তান একটি সার্বভৌম রাষ্ট্র হত – তাহলে সেখানে যা হচ্ছে তাতে কিং বিশ্বের অন্যান্য মুসলমান দেশগুলো উদ্বিগ্ন হতও না?