You dont have javascript enabled! Please enable it! 1971.11.27 | মধ্যস্থতার সময় এখনো আছে - নিউইয়র্ক টাইমস, ২৭ নভেম্বর ১৯৭১ - সংগ্রামের নোটবুক

মধ্যস্থতার সময় এখনো আছে

নিউইয়র্ক টাইমস সম্পাদকীয়, ২৭ নভেম্বর ১৯৭১

সীমান্তে সাহসী সংঘর্ষের সময় ভারতীয় সেনারা ‘আত্মরক্ষা’র জন্য পূর্ববাংলায় প্রবেশ করে। ভারত ও পাকিস্তান এর যুদ্ধদশা আসন্ন। আন্তর্জাতিক কূটনীতির এখনো উপমহাদেশের শান্তির ব্যাপারে হস্তক্ষেপ করার সুযোগ আছে।

ভারত পুর্ব পাকিস্তানের মুক্তিবাহিনীকে সমর্থন করার জন্য ক্রমাগত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। তারা মনে করে এর ফলে পুর্ব পাকিস্তানের পক্ষে স্বাধীনতা লাভ করা সহজ হবে যার ফলে পাক-ভারত বড় কোন ঝামেলা ছাড়াই ৯ মিলিয়ন শরনার্থি দেশে ফিরে যাবার বিষয়টি তরান্বিত হবে।

এটা হবার সম্ভবনা কম। যদিও পাকিস্তানের চাইতে ভারতের শক্তি ও জনবল বেশী আছে তথাপি ইসলামাবাদের সামরিক সরকার ভারতের সাথে কোন রকম দফারফা ছাড়া পুর্ব অঞ্চলের দখল ছেড়ে দেবে বলে মনে হয় না। দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপ না হলে বিশেষ করে পশ্চিম অঞ্চলের সীমানায় পাকিস্তান ভারতকে আক্রমণ করার সম্ভবনা আছে বলে মনে হয়।

জানা গেছে হোয়াইট হাউস নিরাপত্তা পরিষদকে অনুরোধ করেছে বিষয়টি দেখতে। জরুরী পদক্ষেপ নেয়া দরকার। ভারত উপমহাদেশের সম্ভাব্য পরিস্থিতি এড়ানোর জন্য এটা একটা স্বাগত জানানোর মত পদক্ষপ হবে।