You dont have javascript enabled! Please enable it! 1971.03.31 | সময় বুঝে বৃটেনের বন্যার্ত সাহায্য | কালান্তর - সংগ্রামের নোটবুক

সময় বুঝে বৃটেনের বন্যার্ত সাহায্য

লণ্ডন, ৩০ মার্চ (এপি)-বৃটেনের বিদেশী উন্নয়নদপ্তর গতকাল এই মর্মে সংবাদ দিয়েছে যে, পূর্ব পাকিস্তানে গত নভেম্বর মাসের বন্যার সাহায্যবাবদ সুদ ছাড় ২০ লক্ষ পাউণ্ড (৩ কোটি ৬০ লক্ষ টাকা) বৃটেন পাকিস্তানকে দেবে।

সূত্র: কালান্তর, ৩১.৩.১৯৭১