You dont have javascript enabled! Please enable it! 1971.06.14 | বরিশাল থেকে চার লক্ষ শরণার্থী ভারতের পথে | কালান্তর - সংগ্রামের নোটবুক

বরিশাল থেকে চার লক্ষ শরণার্থী ভারতের পথে
(স্টাফ রিপাের্টার)

নগাঁ, ১৩ জুন খুব সম্প্রতি যে সকল শরণার্থী সীমান্ত অতিক্রম করেছেন তাঁদের কাছ থেকে জানা গেল, পাক বাহিনীর অকথ্য নির্যাতনে অতিষ্ঠ হয়ে ফরিদপুর জেলার গােপালগঞ্জ মহকুমার সমগ্র অধিবাসী (প্রায় ৪০,০০০) এবং বরিশাল থেকে মােট ৪ লক্ষ নরনারী ভারতের পথে এগিয়ে আসছেন।
যশােহরের কোর্ট-চাঁদপুর গ্রাম থেকে শ্রীগােবিন্দগােপাল ঘােষ খুব সম্প্রতি (১০ জুন তারিখে) সীমান্ত অতিক্রম করেছেন। তিনি জানালেন ফরিদপুর জেলা থেকে ভারতের পথে আগমনকারী বহু লােককে (প্রায় ১৫০ জন) পাক-বাহিনী সীমান্তের কাছাকাছি গুলি করে হত্যা করেছে। রাস্তায়, ভূইয়ের মধ্যে কম সে কম দেড়শাে লােক মরে পড়ে আছে।
তিনজন আহত হয়েছিল আর বেঁচেছিল এগারাে জন।”
একই জেলার বাঘেরপাড়া থানার শালবরাট গ্রামের মনােরঞ্জন নাথ এদেশে প্রবেশ করেছেন ১২ জুন। উনি জানালেন, অবাঙালি জামাতে ইসলামের লােকেরা ওখানে প্রধান শক্তি। ওরাই আমাদের উপর সেনা বাহিনীর সাহায্যে নির্মম অত্যাচার চালাচ্ছে।

সূত্র: কালান্তর, ১৪.৬.১৯৭১