You dont have javascript enabled! Please enable it! 1972.01.14 | অস্থায়ী সরকারের টাকা কোথায় গেল? - সংগ্রামের নোটবুক

অস্থায়ী সরকারের টাকা কোথায় গেল?

সঠিক হিসাব ছিল ১৭ কোটি টাকা। স্বাধীনের পর টাকাটা দেয়ার বা নেয়ার সিস্টেমে সমস্যা হয়। ভারতীয় ব্যাঙ্কে ভারতীয় টাকায় জমা ছিল। মুজিব অফিসিয়াল সিস্টেমের বাইরে টাকাটা আনতে চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মাধ্যমে খরচ করার জন্য। কিন্তু সেভাবে আনা যায় নাই। পরে টাকা সেখানেই এম্বাসি বা আমদানিতে খরচ হইয়াছে। সেই সময়ে আমদানির ৯৫% ভারত থেকে হইত। সুত্র মুক্তিযুদ্ধের কথোপকথন মইদুল/ এ কে খন্দকার