You dont have javascript enabled! Please enable it! 1971.07.02 | ত্রিপুরায় শরণার্থী সংখ্যা | দেশের ডাক - সংগ্রামের নোটবুক

ত্রিপুরায় শরণার্থী সংখ্যা

বিধানসভা সদস্য বিদ্যা দেববর্মার এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান যে, গত ১৪-৬-৭১ ইং পর্যন্ত ত্রিপুরায় রেজিস্ট্রিকৃত শরণার্থীদের সংখ্যা মােট ৭,৮৪,৮৪৮ জন এর মধ্যে হিন্দু ৬,৫৫,০১৩, মুসলমান ১,২১,১৮২ ও অন্যান্য ৮,৬৫৩ জন। রেজিস্ট্রি বহির্ভূত অনুমান ১,৯৬,২০০ জন। এর মধ্যে ৪,৮৭,৬১১ জন হিন্দু, ৫১,৮০১ জন মুসলমান, ৪,৯৮১ জন অন্যান্য সম্প্রদায়ের শরণার্থী শিবিরে স্থান পেয়েছেন।
অপর এক প্রশ্নের উত্তরে জানা যায় যে, লঙ্গরখানা আছে যেখানে দৈনিক ১.১০ পয়সা মূল্যের তৈরি খাবার দেওয়া হয় এবং যেখানে লঙ্গরখানা নাই সেখানে চাল-ডাল ও সবজিসহ ১.১০ পয়সায় জিনিসপত্র দেওয়া হয়। অধিকন্তু শিশু ও পীড়িতগণকে গুঁড়া দুধ, বেবি ফুড ও বিনা খরচে চিকিৎসার সুযােগ পেয়ে থাকেন।

সূত্র: দেশের ডাক
০২ জুলাই, ১৯৭১
১৭ আষাঢ়, ১৩৭৮