You dont have javascript enabled! Please enable it! 1971.04.08 | আনন্দবাজার পত্রিকা, ৮ এপ্রিল, ১৯৭১, আমরা বাংলাদেশের অনুগত প্রাক্ত পাক কূতনীতিকদের বিবৃতি। - সংগ্রামের নোটবুক

আনন্দবাজার পত্রিকা, ৮ এপ্রিল, ১৯৭১, আমরা বাংলাদেশের অনুগত
প্রাক্ত পাক কূতনীতিকদের বিবৃতি।

নয়াদিল্লী,৭ এপ্রিল- শ্রী কে এম সাহাবুদ্দিন ও শ্রী আমজাদ হক এক যুক্ত বিবৃতিতে বলেছেন বাংলাদেশের জন সাধারণ ইসলামাবাদ সরকারকে বিদেশী ঔপনিবেশিক শাসকচক্র হিসেবেই গণ্য করেন। পূর্ববঙ্গের অধিবাসী এই দুই পাকিস্তানী কুটনীতিক গতকাল ভারতে রাজনৈতিক আশ্রয় লাভ করেন। যুক্ত বিবৃতিতে বলা হয়েছে, ইসলামাবাসের শাসকদের বর্বরতার নজির ইতিহাসে নেই। নিরস্ত্র জনসাধারণের উওই ব্যাপক হত্যালীলা কতদূর চালানো হয়েছে বিশ্বের জনমত তা উপলব্ধি করতে শুরু করেছেন।

ওঁরা বলেন, ইসলামাবাদের ফ্যাসিবাদী সামরিক একনায়কত্বের সঙ্গে আমরা সম্পর্কচ্ছেদ করেছি। আমাদের বিবেকের নির্দেশে ইসলামাবাদের চাকুরী আমরা ত্যাগ করলাম। বাংলাদেশের পশ্চিম পাকিস্তানী সৈন্যরা দখলদার বাহিনী ছাড়া কিছুই নয়।

এখন থেকে আমরা বাংলাদেশের কাছেই আমাদের আনুগত্য জানাচ্ছি। সাড়ে সাত কোটি বাঙালীর সুস্পষ্ট নির্দেশেই বাংলাদেশ সার্বভৌম ক্ষমতায় অধিষ্ঠিত। আমরা পৃথিবীর সব সভ্যমানুষের কাছে সহানুভূতি ও সুনির্দিষ্ট সাহায্যের জন্য আবেদন জানাচ্ছি। পৃথিবীর সব দেশকেই আমরা আবেদন করছি- সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিন।

স্বাধীন বাংলা বেতার গত সপ্তাহে বাঙালী কূটনীতিকদের উদ্দেশ্যে এক ঘোষনায় বলা হয়েছিল, বদলির আদেশ পেলে তাঁরা যেন যে দেশে আছেন সেই দেশের আশ্রয় প্রার্থনা করেন। ওই দু’জন কূটনীতিক গত সপ্তাহে বদলির আদেশ পান।

আমাদের অনুরোধেই ভারত সরকার আমাদের নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ সার্বভৌম সরকারের নেতৃবৃন্দের নির্দেশিত পথ অনুযায়ী আমাদের দেশের কাজে আত্মনিয়োগ করতে আমরা শীগগিরই ফিরে আসছি! জয় বাংলা।