You dont have javascript enabled! Please enable it! ইন্ডিয়ান এক্সপ্রেস, নয়াদিল্লি, ৩১ মার্চ ১৯৭১, সার্বভৌম বাংলাদেশ সরকার - সংগ্রামের নোটবুক

ইন্ডিয়ান এক্সপ্রেস, নয়াদিল্লি, ৩১ মার্চ ১৯৭১, সার্বভৌম বাংলাদেশ সরকার

কলকাতা, ৩০ মার্চ, (ইউএন আই) – শেখ মুজিবুর রহমানের অধীনে গঠিত বাংলাদেশ সরকার একটি সার্বভৌম বৈধ সরকার এবং বিশ্বের সব গণতান্ত্রিক দেশের কাছ থেকে স্বীকৃতি প্রাপ্ত হবার যোগ্য। আজ সকালে মুক্তিবাহিনীর ভারপ্রাপ্ত সর্বাধিনায়ক মেজর জিয়া এই ঘোষণা করেন।

শেখের পক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে একটি সম্প্রচারে মেজর-জিয়া বলেন, “নতুন গণতান্ত্রিক সরকার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিরপেক্ষনীতি অবলম্বন করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সব জাতির সঙ্গে বন্ধুত্বপূর্ন সম্পর্ক করতে চায় এবং আন্তর্জাতিক শান্তির জন্য আপ্রাণ চেষ্টা করবে।’’

সম্প্রচারে মেজর-জিয়া এভাবে শুরু করেন: “আমি, মেজর জিয়া, বাংলাদের মুক্তিবাহিনীর ভারপ্রাপ্ত কমান্ডার-ইন-চিফ, এতদ্দ্বারা শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা প্রচার (proclaim) করছি।” ‘আমি আরও ডিক্লেয়ার করছি যে আমরা ইতিমধ্যে শেখ মুজিবুর রহমানের অধীনে একটি সার্বভৌম বৈধ সরকার গঠন করেছি যা আইন ও সংবিধান অনুযায়ী কাজ করবে। তাই আমরা, বিশ্বের সব গণতান্ত্রিক ও শান্তিপ্রিয় দেশের কাছে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে স্বীকৃতি দেবার আবেদন করছি।