You dont have javascript enabled! Please enable it!

শিবিরে নিয়ােগের ব্যাপারে হয়রানিতে ক্ষোভ, আজ গণডেপুটেশন

 শরণার্থী, শিবিরে কর্মপ্রার্থী যুবকদের হয়রানি এবং নির্দিষ্ট মাসিক বেতনের বদলে দৈনিক পারিশ্রমিক দেওয়ার সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় মহাকরণ অভিমুখে এক গণডেপুটেশন যাবে। তার আগে বিকালে দাবি-দেওয়া আলােচনার জন্য ভারত-সভা হলে এক সভা ডাকা হয়েছে। রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশন-এর মহাত্মা গান্ধী রােড পক্ষ থেকে এক বিবৃতিতে তাঁদের উদ্যোগে এই কর্মসূচি ঘােষিত হয়েছে। | পশ্চিমবঙ্গ সরকারী কর্মচারী ফেডারেশনও (মিশন-রাে) এ বিষয়ে সরকারের দৃষ্টি পুনরায় আকর্ষণের জন্য আগামী ১৭ আগস্ট রাজ্যপালের কাছে গণডেপুটেশন নিয়ে যাবেন বলে জানিয়েছেন।

রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশন (রবীন্দ্র সরণি) জানিয়েছেন তাঁদের প্রতিনিধি মঙ্গলবার উদ্বাস্তু ত্রাণ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়ে এসেছেন যে, ১৫ দিনের মধ্যে শিবিরের কর্মীদের নিয়ােগ সম্পূর্ণ না হলে তারা তীব্র আন্দোলন গড়ে তুলবেন।

২৮ জুলাই ‘৭১

Reference: ২৮ জুলাই ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা