ইউটুসান মালয়েশিয়া, ২০ ডিসেম্বর ১৯৭১, একটি নতুন জাতির জন্ম
শাসকদের বিরুদ্ধে তার জনগণের ঘৃণার ফলস্বরূপ পাকিস্তানের মানচিত্র থেকে পূর্ব পাকিস্তানের অন্তর্ধান হল। পূর্ব পাকিস্তানের মানুষ ইসলামাবাদ দ্বারা উপেক্ষিত হয়েছে। যদিও তারা দেশের জন্য সবচেয়ে বেশী বৈদেশিক মুদ্রা আয় করেছে তবুও কেন্দ্রীয় সরকার তাদের শিল্প বৃদ্ধির অধিকার পশ্চিমাঞ্চলের চেয়ে উল্লেখযোগ্যভাবে দমিয়ে রেখেছে।
একারণে পাকিস্তান থেকে নিজেদের পৃথক করার জন্য পূর্ব পাকিস্তানের জনগণ সচেষ্ট হয়। সেটি এখন পাক-ভারত যুদ্ধের ফলে অর্জিত হয়েছে। পাকিস্তানের পরাজয়ের ফলে বাংলাদেশ নামক একটি নতুন জাতি আবির্ভূত হয়েছে।
যুদ্ধবিধ্বস্ত অবস্থার পুনঃমেরামতের জন্য বাংলাদেশের ৭৫ মিলিয়ন মানুষের আর্থিক সাহায্য ও সহায়তা প্রয়োজন। আমরা, মুসলিম দেশগুলোর কাছে আবেদন করব বাংলাদেশে তাদের ভাইদের সাহায্য করার ব্যাপারে উদ্যোগ নিতে যাতে তারা তাদের নিজেদের দেশে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জীবন পরিচালিত করতে আশ্বস্ত হতে পারে।