ইন্দোনেশিয়া রাজা, জাকার্তা, ৭ ডিসেম্বর ১৯৭১, পাকিস্তান দায়ী
চেষ্টা ব্যর্থ হল এবং বন্দুক কথা বলল। পাকিস্তান ইন্দোনেশিয়ায় একজন বিশেষ দূত পাঠাচ্ছে, কিন্তু পুরো বিশ্ব দেখেছে পূর্ব পাকিস্তানে নিজেদের দেশের মানুষের উপর কি অপচিকিতসা চালানো হয়েছে। বিজয়ী আওয়ামীলীগকে ধ্বংস করা হয়েছে, মুজিবুর রহমানকে জেলে ঢোকানো হয়েছে আর তার ফলয়ারদের আটক করা হয়েছে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সরকারের অপকর্মের ফলে ভারতকে যে লাখ লাখ শরণার্থীর বোঝা বহন করতে হচ্ছে এমনটি প্রথিবীর ইতিহাসে অন্য কোন একক দেশকে বহন করতে হয়নি। পাকিস্তানকে বাংলাদেশের জনগণের ইচ্ছাকে সম্মান করতে হবে এবং তাদের ভুল সংশোধন করতে হবে।