You dont have javascript enabled! Please enable it! 1971.12.04 | বিউনেস এয়ারেস হেরাল্ড | ৪ ডিসেম্বর ১৯৭১ | ইয়াহিয়ার বোধোদয় ঘটাতে হবে - সংগ্রামের নোটবুক

বিউনেস এয়ারেস হেরাল্ড | ৪ ডিসেম্বর ১৯৭১ | ইয়াহিয়ার বোধোদয় ঘটাতে হবে

পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সমাধান কোন জাদুকরী পদ্ধতিতে ঠিক হবেনা। পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে আটটি বিমান হামলা করেছে। সবাই যে যুদ্ধ সম্পর্কে ধারনা করেছিল তা অনিবার্য।

যুদ্ধ কোন কিছুর সমাধান করবেনা। এটা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠাকে তরান্বিত করবে। কিন্তু যুদ্ধের মূল্য হিসেবে যে সকল প্রাণ যাবে এবং ভয়ানক দুঃখকষ্ট সইতে হবে তা নৈতিকভাবে অন্যায়। যদি ভারতীয় উপ-মহাদেশে আরও একটি নতুন রাষ্ট্রের জন্ম হয় তাহলে রক্তপাতের পাশাপাশি শান্তি ও প্রগতি থেমে যাবে। যুদ্ধ একটি পাগলামি। বাঙালির জাতীয় আকাঙ্খাকে পেষন করাও পশ্চিম পাকিস্তানের একটা পাগলামি। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের বোধোদয় ঘটতে হবে। তাকে কিছু পদক্ষেপ নিতে হবে – যেমন বাংলাদেশের নেতা শেখ মুজিবকে ছেড়ে দেয়া – এতে করে জাতিসংঘের মাধ্যমে যুদ্ধের পরিস্থিতি থেমে যাবার আশংকা আছে।