হেলসিঞ্জিন সারোমাত | ২৩ নভেম্বর ১৯৭১ | রাজাকারদের নিষ্ঠুরতা
“রাজাকার”দের নিষ্ঠুরতার কারণেই বেশিরভাগ গ্রামবাসী বাংলাদেশের স্বাধীনতার সমর্থন শুরু করে। যখন মানুষকে জিজ্ঞাসা করা হয় তারা পাকিস্তানের নাগরিক থাকতে চায় কিনা অথবা নিজেদের স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায় কিনা তখন তারা সবাই বলে তারা বাংলাদেশের পক্ষে। যদিও হয়ত তাদের ঘরের সামনে পাকিস্তানের পতাকা উড়ছে কিন্তু গোপনে তারা দেশের জন্য কাজ করে যাচ্ছে। দক্ষিণ ভিয়েতনাম যুদ্ধে আমেরিকান নেতৃত্বের মত পাকিস্তানী আর্মিও এখানকার স্থানীয় জনগণের সত্যিকারের অনুভূতি অনুধাবন করতে পারেনি।