বছরের প্রথম দিনের প্রথম কলামের প্রথম খবর হচ্ছে দালাল আইন বাতিল। রাজাকার-দালালদের বিচারের জন্য বঙ্গবন্ধুর করা আইনটি বাতিল করার সাথে সাথে বন্ধ হয়ে যায় সকল মামলা প্রক্রিয়া। আর যারা সাজা পেয়েছিলো তাদেরও ছেড়ে দেয়া হয়। শহীদের রক্ত আর যোদ্ধার ত্যাগের পরাজয়ের আনুষ্ঠানিক শুরু দিয়েই শুরু হয়েছিলো ১৯৭৬ সাল।
Reference:
The Daily Ittefaq, 1st January 1976, Page 1 Column 1