You dont have javascript enabled! Please enable it!
বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল জিয়াউর রহমান গতকাল শনিবার সকালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উচ্চপদস্থ টাইগারদের পয়েন্ট ৩৮ বোরের একটি রিভলবার উপহার দেন। রিভলবারটি বিগত ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে বেদিন খেমকারান (পাঠক, বানানটি চেক করেবন) সেক্টরে ভারতীয় সৈন্যদের সেভেনথ লাইট ক্যাভালরি হইতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১ম ব্যাটেলিয়ান কর্তৃক আটক করা হয়। যুদ্ধকালে জেনারেল জিয়াউর রহমান উক্ত কোম্পানি পরিচালনা করেন। উপহার প্রদান শেষে, মেজর জেনারেল জিয়াউর রহমান রিভলবারটিকে ব্যাটেলিয়ানের বিজয় ঐতিহ্যের প্রতীক বলিয়া অভিহিত করেন। সেনাবাহিনীর চিফ অব স্টাফ উচ্চপদস্থ টাইগারদের অন্য ইউনিটগুলোও পরিদর্শন করেন।
Reference:
দৈনিক ইত্তেফাক, ২ নভেম্বর ১৯৭৫, পৃষ্ঠা ১, কলাম ২-৪