প্রাভদা | ১২ অক্টোবর ১৯৭১ | স্বেচ্ছাচারিতার শিকার
ধারাবাহিক নির্যাতনের জন্য সব ধর্মের লক্ষ লক্ষ মানুষ আশ্রয়হীন এবং শান্তিপূর্ণ জীবন থেকে বিচ্যুত। নয় মিলিয়নের অধিক মানুষ ভারতে পালিয়ে গেছে।
এই মুহুর্তে ভারত ৯ মিলিয়ন মানুষকে খাওয়ানোর মত অত্যন্ত কঠিন সমস্যার সম্মুখীন। এই শরণার্থীদের পরিস্থিতি সহজ নয়। তারা আশা করছে ভারত তাদের আশ্রয় ও আতিথেয়তা দেবে। কিন্তু ভারত তার সীমিত সম্পদ নিয়ে তাদের কী দিতে পারে? আজ পর্যন্ত মোট যে বৈদেশিক সাহায্য পাওয়া গেছে তা চাহিদার তুলনায় খুবই কম যার পরিমাণ ১৫৩ মিলিয়ন ডলার। কিন্তু ৬ মাসের জন্য শরণার্থীদের খাওয়াতে হলেও এর থেকে চার গুণ বেশী অর্থের প্রয়োজন। এজন্যই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঘোষণা করেন যে, সরকার শরনার্থিদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা নেবে। ফেরতের ব্যাবস্থা বলতে এমন পরিবেশ সৃষ্টি করা বোঝানো হয়েছে যাতে করে ৯ মিলিয়ন শরনার্থি সম্মান ও মর্যাদাসহ নিরাপদে ফিরে যাবার মত আত্মবিশ্বাস অর্জন করতে পারে।