You dont have javascript enabled! Please enable it! 1971.10.02 | অ্যালান বি এ এ (সাপ্তাহিক) | বৈরুত, ২ অক্টোবর ১৯৭১ | শরনার্থিদের বাংলাদেশে ফিরে আসার আবেদন - সংগ্রামের নোটবুক

অ্যালান বি এ এ (সাপ্তাহিক) | বৈরুত, ২ অক্টোবর ১৯৭১ | শরনার্থিদের বাংলাদেশে ফিরে আসার আবেদন

ভারত থেকে সফরের সময় আমরা উপলব্ধি করেছি বাঙালিরা সত্যিই ভয়ঙ্কর ট্রাজেডির মধ্যে দিনাতিপাত করছে। এবং তাদের উপর যে নিপীড়ন করা হয়েছে তা কল্পনাতীত। নারী, শিশু ও বুদ্ধিজীবীদের উপর সংঘটিত অত্যাচার আমাদের আমাদের ফিলিস্তিনে ইসরাইলি অত্যাচারের কথা মনে করিয়ে দেয়। উদ্বাস্তুদের সংখ্যা এখন আট মিলিয়ন অতিক্রম করেছে।

আমরা এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছি, এই লোকদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আবেদন করছি এবং শরণার্থীদের ফেরত তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানোর অবস্থা তৈরির আবেদন করছি।