You dont have javascript enabled! Please enable it! 1971.05.30 | একদিনে এক লাখ ত্রিশ হাজার শরণার্থী | গণসংহতি - সংগ্রামের নোটবুক

একদিনে এক লাখ ত্রিশ হাজার

আগরতলা, ২৯ মে- গত ২৪ ঘণ্টায় পূর্ববঙ্গ সীমান্ত দিয়ে ১ লক্ষ ৩০ হাজার শরণার্থী প্রবেশ করেছে। একমাত্র নদীয়া জেলাতেই এক লাখ- অন্যান্য অঞ্চলে ত্রিশ হাজার। শরণার্থীর আগমনে এই সংখ্যা নিঃসন্দেহে একটি রেকর্ড। শরণার্থী জনসংখ্যা পূর্বাঞ্চলীয় রাজ্যগুলােতে ইতিমধ্যেই ৫০ লাখে উঠেছে। শরণার্থীর সংখ্যা ৫৩ লক্ষ চলতি সপ্তাহের শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে আগত শরণার্থীর সংখ্যা পূর্ব বাংলায় ৪০ লক্ষ ত্রিপুরায় ৯ লক্ষ মেঘালয়ে ৩ লক্ষ এবং আসামে ১ লক্ষ ১২ হাজার। এখনাে আসছে প্রতিদিন হাজার হাজার।

সূত্র: গণসংহতি
৩০ মে, ১৯৭১
১৫ জ্যৈষ্ঠ, ১৩৭৮