৩০ ডিসেম্বর ১৯৭১ঃ আন্তজার্তিক রেডক্রস
আন্তজার্তিক রেডক্রস কর্মকর্তাগণ হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন স্বাধীন বাংলাদেশে কেউ অনাহারে নেই এবং ধর্ম ও ভাষাগত কারনে কোন লোক নিগৃহীত হয়নি। রেডক্রস কর্মকর্তা পিটার কুন, রোনালড মারটিও, এস লেম্পেল সম্মেলনে বক্তৃতা দেন। ধর্ম ও ভাষাগত জনগন সম্পর্কে তারা সম্পূর্ণ ওয়াকিবহাল আছেন এবং তাদের কেউ অভুক্ত নহেন। মিশন প্রধান মারটিও বলেন অবাঙালী এলাকায় সাহায্য সামগ্রী প্রেরনে বাংলাদেশ সরকারের বাধা দানের কথা সত্য নহে। বস্তুত পক্ষে বাংলাদেশ সরকার সেখানে নিয়মিত খাদ্য ও অন্যান্য সামগ্রী প্রেরন করছেন। তিনি বলেন মহামারী জনিত কোন রোগের প্রাদুর্ভাব এখনও দেখা দেয়নি। রেডক্রসের লোকেরা সারাদেশে সাহায্যের প্রয়োজনীয়তা যাচাই করছেন।