৩০ ডিসেম্বর ১৯৭১ঃ খন্দকার মোস্তাক আহমেদের পদত্যাগ
দলীয় কাজে আরও সময় দেয়ার জন্য খন্দকার মোস্তাক আহমেদ মন্ত্রিসভা হতে পদত্যাগ করেছেন। তিনি ইতিমধ্যে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তবে পর্যবেক্ষক মহলের মতে সাম্প্রতিক মন্ত্রীসভা রদবদলে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাদ দিয়ে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী করায় তিনি অখুশী হন। মোস্তাক আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। মন্ত্রিসভায় বিভেদের বিষয়ে বিদেশী সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদ মোস্তাক ও সরকারের মুখপাত্র অস্বীকার করেছেন। মোস্তাক বলেন মুজিবনগরে তিনি সবসময়ে নিক্সন সরকারের কার্যকলাপের নিন্দা করেছিলেন।