২৯ ডিসেম্বর, ১৯৭১ঃ মাদার টেরেসা অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম এর সাথে সাক্ষাৎ
ম্যাগসেসাই পুরস্কার প্রাপ্ত কলিকাতার মাদার টেরেসা অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম এর সাথে সাক্ষাৎ করেছেন। তিনি বাংলাদেশের বীরাঙ্গণা খেতাবে ভূষিতা কুমারী মাতাদের জন্য একটি সদন স্থাপনের পরিকল্পনা সম্পর্কে অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম এর সাথে আলোচনা করেন। তাহার এই কাজে বড় আকারের একটি ভবন সহায়তাদানের জন্য তিনি সম্পত্তি মালিকদের প্রতি আবেদন জানান। খ্রীস্টান ত্রান ও পুনর্বাসন সংস্থার সহযোগিতায় এই পরিকল্পনার কাজ সম্পাদিত হবে।
লাঞ্ছিতা মহিলা ও অপুষ্ট শিশুদের পরিচর্যার জন্য খুব দ্রুত মাদার টেরেসা কলিকাতা হতে ছয়জন সেবিকা পাঠাবেন। তাঁর এই কাজে সাহায্যের জন্য তিনি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার জন্য এবং তাঁর পরিকল্পনা সাময়িকভাবে বড় আকারের ভবন ব্যবহারে সহায়তাদানের জন্য সম্পত্তি মালিকদের প্রতি আবেদন জানান। ৬৭/২ কাকরাইল রোড, পোঃ-বক্স ৯৯৪, রমনা, ঢাকা-২ ফোন ২৫৯৬৭৯ এই ঠিকানস্থ খ্রীস্টান ত্রান ও পুনর্বাসন সংস্থার সহযোগিতায় এই পরিকল্পনার কাজ সম্পাদিত হবে।
নোটঃ অস্থায়ী প্রেসিডেন্ট নজরুল ইসলামের সাথে মাদার তেরেসার সাক্ষাতের সংবাদ কোন পত্রিকা ছাপেনি ফলে তারা বিজ্ঞাপন আকারে সংবাদটি ছাপে।