২৮ ডিসেম্বর ১৯৭১ঃ প্রথম সাংবাদিক সম্মেলনে সৈয়দ নজরুল ইসলাম
বঙ্গভবনে অনুষ্ঠিত প্রথম সাংবাদিক সম্মেলনে অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দেয়ার জন্য ভুট্টো এর প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন একটি স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে এক মিনিটও আটক রাখার অধিকার ভুট্টোর নেই। ভুট্টো যদি জনগনের ভাল চান তাহলে তার বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে নেয়ার মত বাস্তব মনোভাব ও সাহসিকতা থাকা প্রয়োজন। তিনি শেখ মুজিবের মুক্তির জন্য চাপ সৃষ্টির জন্য বিশ্বসংস্থা সমুহের প্রতি আহবান জানান। তিনি বলেন কোন ক্ষমতাবলে ভুট্টো প্রেসিডেন্ট তাহা তিনি জানেন না তবে তিনি এই পদের জন্যই সংগ্রাম করতেছিলেন। তিনি ভুট্টোকে পূর্ব পাকিস্তান পুনর্দখলের রঙিন স্বপ্ন ত্যাগ করার আহবান জানান। তিনি বলেন যতদিন মানব সভ্যতা থাকিবে বাংলাদেশ ততদিন বেচে থাকবে। তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন যদি তাদের মনোভাব পরিবর্তন করে বাংলাদেশের বাস্তবতাকে মেনে নেয় তাহলে বাংলাদেশ সরকার এ দুটি দেশের সাথে সম্পর্ক বিবেচনা করবে। তিনি দেশ দুটির জনগনের প্রশংসা করে বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে দুটি দেশের জনগণের সমর্থন ছিল। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় সমর্থনের জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর কেনেডি, সিনেটর সেক্সবি, সিনেটর ফ্রাঙ্ক চার্চ, কংগ্রেসমেন কালাহান এবং মার্কিন সংবাদ পত্র সমুহের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় সমর্থনের জন্য তিনি ভারত, সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ডের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।