You dont have javascript enabled! Please enable it! 1971.12.28 | তাজ উদ্দিন আহমেদ বলেন গণহত্যার জন্য দায়ী পাকিস্তানী যুদ্ধবন্দীদের বিচার করা হবে - সংগ্রামের নোটবুক

২৮ ডিসেম্বর ১৯৭১ঃ তাজউদ্দীন আহমেদ

বঙ্গভবনে এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদ বলেন গন হত্যার জন্য দায়ী পাকিস্তানী যুদ্ধবন্দীদের বিচার করা হবে। তিনি বলেন বাংলাদেশ সরকারের আমন্ত্রনেই পাকিস্তানী দখলদার বাহিনীকে উৎখাত করার জন্য ভারতীয় বাহিনী বাংলাদেশে প্রবেশ করেছিল। বাংলাদেশে স্থান সংকুলানের অভাবে এবং নিরাপত্তার জন্য পাকিস্তানী যুদ্ধবন্দীদের ভারতে নেয়া হচ্ছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন বাংলাদেশ সরকার যখন বলিবে ভারতীয় সৈন্য সেদিন থেকেই তাদের দেশে ফিরে যাবে। ন্যাশনাল আওয়ামী পার্টি (মোজাফফর) এর দাবী মত সর্বদলীয় জাতীয় সরকার গঠনের প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন বাংলাদেশে অবস্থানরত সকল বিদেশী মিশনের পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে তবে তাদের দেশের স্বীকৃতি ছাড়া তাদের কূটনীতিক তৎপরতা চালাতে দেয়া হবে না। তিনি বলেন সরকারী ভাবে এখন পর্যন্ত কোন দেশ বাংলাদেশ মিশন বন্ধের ঘোষণা দেয়নি। তিনি বলেন অবিলম্বে ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনা এবং শহীদ মিনার সরকার মেরামত করবে। পাকিস্তানে বাঙ্গালী অফিসারদের গ্রেফতারে তিনি উদ্বেগ প্রকাশ করেন। পরে তিনি হলি ফামিলি হাসপাতালে চিকিৎসাধীন যুদ্ধাহতদের দেখতে যান।