You dont have javascript enabled! Please enable it! 1971.12.28 | মিসেস শহিদুল্লাহ কায়সারের আবেদন - সংগ্রামের নোটবুক

২৮ ডিসেম্বর ১৯৭১ঃ মিসেস শহিদুল্লাহ কায়সারের আবেদন

ইত্তেফাকের সাথে এক সাক্ষাৎকারে শহিদুল্লাহ কায়সারের শোকসন্তপ্ত বিধবা স্ত্রী বলেন হতভাগ্য নিখোঁজ বুদ্ধিজীবীদের ব্যাপারে সরকারের দ্রুত কার্যকরী ও কঠোর পদক্ষেপ নেয়া উচিত। তিনি শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডকে জাতীয় জীবনের একটি অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন। তিনি বলেন আমরা আশা করেছিলাম হতভাগ্য বুদ্ধিজীবীদের উদ্ধার করার ব্যাপারে সরকার প্রথমেই জোরালো ব্যাবস্থা গ্রহন করিবেন কিন্তু দুঃখের বিষয় এ ব্যাপারে সরকারের তেমন কোন সাড়াই পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন তার মন বলছে এখনও অনেক বুদ্ধিজীবী বেচে আছেন।