২৮ ডিসেম্বর ১৯৭১ঃ নেলী সেন গুপ্তকে স্বাধীন বাংলাদেশে ফিরে আসার আহবান
দক্ষিন পূর্বাঞ্চলের বেসামরিক প্রশাসক(নুরুল ইসলাম চৌধুরী এমপিএ) প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী নেলী সেন গুপ্তকে স্বাধীন বাংলাদেশে তার পৈত্রিক বাড়ী চট্টগ্রামে ফিরে আসার আহবান জানিয়েছেন।
নোটঃ এদিথ এল্লেন ওরফে নেলী সেনগুপ্ত একজন ব্রিটিশ মহিলা। ব্রিটেনে বাঙালি জে এন সেন গুপ্তর প্রেমে পড়েন এবং বিয়ে করে ভারত চলে আসেন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেছিলেন। কংগ্রেসে যোগ দিয়ে ভারতের আমলে হিন্দু মহিলা সাধারন আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯৪০ ও ১৯৪৬ সালে এমএলএ নির্বাচিত হয়েছিলেন। দেশভাগের পর তিনি স্বামীর সাথে পাকিস্তানে থেকে গিয়েছিলেন। ১৯৫৪ সালের নির্বাচনে কংগ্রেস থেকে হিন্দু মহিলা সাধারন আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমএলএ নির্বাচিত হয়েছিলেন। ১৯৭১ এর যুদ্ধের কিছুদিন আগে কোমরের হাড় ভাঙ্গায় তিনি চিকিৎসার জন্য কলকাতা গিয়েছিলেন। ১৯৭৩ সালে তিনি কলকাতায় ৮৮ বছর বয়সে মারা যান।