You dont have javascript enabled! Please enable it!

২৭ ডিসেম্বর ১৯৭১ঃ দালাল গ্রেফতার

দখলদার পাকবাহিনীর সাথে সহায়তা করার অভিযোগে আরো কয়েকজন দালালকে গ্রেফতার করা হয়। তারা হচ্ছে :
নাসিরুদ্দিন আহমদ চৌধুরী,সিলেট, সদস্য নেজামে ইসলামী, সম্প্রতি উপনির্বাচনে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য।
মওলানা আতাহার আলী, কিশোরগঞ্জ শহর।
মওলানা সাঈয়েদুর রহমান , ময়মনসিংহ শহর।
বাহাউদ্দিন আহমদ, প্রাক্তন এডিশনাল এস পি, সিলেট।
মো: এস বি দোজা, সিও (রেভ) কতোয়ালী, ঢাকা।
নূরুল আমীন, সুপারিন্টেনডেন্ট, তেজগাঁও টেলিফোন ওয়ার্কশপ।
মওলানা বজলুর রহমান, দয়াপুর, কুমিল্লা।
এস এম মুজতবা খুরশিদ, প্রাক্তন ওসি,লালবাগ থানা, ঢাকা।
এস আই ইউসুফ আলী চৌধুরী, প্রাক্তন ওসি,কালিগঞ্জ থানা, ঢাকা।
এস আই মো: ইসহাক, প্রাক্তন ওসি,মোহাম্মদপুর থানা, ঢাকা।
হাবিলদার নওয়াব খান,ই পি সি এ এফ।
শামী, মুজাহিদ কমান্ডার, মিরপুর।
মো: আলী ওরফে মো: আখতার আলী (মুজাহিদ), মিরপুর।
আনিসুর রহমান,কমান্ডার (আল-বদর)।
বিলাল হোসেন, কমান্ডার (আল-বদর)।
এস. এ. সিদ্দিকী, মিরপুর, কমান্ডার (আল-বদর)।
এ বি এম খালেক মজুমদার (আল-বদর)।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!