You dont have javascript enabled! Please enable it!

২৬ ডিসেম্বর ১৯৭১ঃ ভারতীয় সেনাপ্রধান শাম মানেকশ এর ঢাকা সফর

ভারতীয় সেনাপ্রধান শাম মানেকশ ২৪ ঘণ্টার সফরে দুপুর ১২ টায় কলকাতা হতে ঢাকা এসে পৌঁছেছেন। বিমান বন্দরে পৌছলে ভারতীয় সেনাবাহিনীর ৪ গার্ড ব্যাটেলিয়নের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। বিমান বন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ সরকারের রাজনৈতিক উপদেষ্টা (পরে পররাষ্ট্রমন্ত্রী) আব্দুস সামাদ আজাদ। সামাদ আজাদ মানেকশকে উপস্থিত নেতৃবৃন্দের সাথে পরিচয় করিয়ে দেন। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং নেত্রকোনা থেকে নির্বাচিত এমএনএ আব্দুল মোমিন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও গাজীপুরের কালিগঞ্জ থেকে নির্বাচিত এমপিএ ময়েজুদ্দিন, ঢাকা শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী গোলাম মোস্তফা এমপিএ, বরিশাল থেকে নির্বাচিত এমএনএ ও শ্রমিক লীগ সাধারন সম্পাদক আব্দুল মান্নান, তোফায়েল আহমেদ এমএনএ, আব্দুর রাজ্জাক এমপিএ, ছাত্র লীগ নেতা নুরে আলম সিদ্দিকি, শাজাহান সিরাজ, ডাকসু ভিপি আসম রব, ডাকসু জিএস আব্দুল কুদ্দুস মাখন, মুজিব বাহিনী কম্যান্ডার খসরু ও মোস্তফা মহসিন মনটু। ভারতের সেনাবাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন জেনারেল অরোরা, এয়ার মার্শাল দেওয়ান, মেজর জেনারেল বি এন সরকার, লেঃ কঃ হিম্মত সিংহ। মানেকশ বিদেশী সাংবাদিকদের জানান তার সফরের উদ্দেশ্য হল এখানে অবস্থানরত ভারতীয় জওয়ানদের সাথে সাক্ষাৎ করা।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!