২৬ ডিসেম্বর, ১৯৭১ঃ ডি.পি.ধর এর সাংবাদিক সম্মেলন
ভারতীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত ডি.পি.ধর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সাংবাদিক সম্মেলনে বলেন বাংলাদেশে ভারতীয় সৈন্য প্রয়োজনের এক দিনের বেশী থাকবে না। ভারতীয় সৈন্য বাংলাদেশে কতদিন অবস্থান করবে তা নির্ধারণ করবে বাংলাদেশ সরকার। বিদেশী রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে বাংলাদেশের চিন্তার কোন দরকার নেই। সকল বাস্তববাদী দেশ বাংলাদেশকে অচিরেই স্বীকৃতি দেবে। যুদ্ধপরাধিদের প্রসঙ্গে তিনি বলেন বেসামরিক যুদ্ধপরাধিদের বিচারে কোন সমস্যা নেই কিন্তু সামরিক যুদ্ধপরাধিদের বিচারে আন্তজার্তিক নীতি মেনে করতে হয়। তিনি বলেন এ বিষয়ে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশ পুনর্গঠনে কারিগরি জনবলের সঙ্কট পুরনে ভারত বাংলাদেশের জনবলের কারিগরি প্রশিক্ষন দেবে। অবাঙ্গালীদের খাদ্য ও ঔষধ প্রদান করা হয়নি এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন তিনি এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সাথে কথা বলেছেন। বাংলাদেশ সরকার তাকে জানান বিষয়টি সত্য নয়। ঐক্যবদ্ধ পাকিস্তানের পক্ষে পাকিস্তানের প্রেসিডেন্ট এর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন উনি দুঃস্বপ্নে ভুগছেন।