You dont have javascript enabled! Please enable it!

২৬ ডিসেম্বর ১৯৭১ঃ বড় পর্যায়ে যুদ্ধবন্দী স্থানান্তর

আগামি দু এক দিনের মধ্যেই পাক যুদ্ধবন্দীদের ভারতে স্থানান্তর শুরু হবে। ভারতীয় সেনাবাহিনী প্রধান এবং ইস্টার্ন কম্যান্ড প্রধান এখন ঢাকায় অবস্থান করছেন। এ ছাড়াও কয়েকজন মেজর জেনারেলও আছেন ঢাকায়। ঢাকায় পাকিস্তানী যুদ্ধবন্দীর প্রায় এক তৃতীয়াংশর অবস্থান। এদের রাখা হয়েছে বিমানবন্দরের কাছেই এক ক্যাম্পে অনেকটা শিথিল অবস্থায়। ইতিপূর্বে কিছু সিনিয়র কর্মকর্তাদের ভারতে নেয়া হয়েছে। যুদ্ধবন্দীদের জল এবং স্থল পথে ভারত নেয়া হবে। এই দলে কোন পূর্ব পাকিস্তানী বেসামরিক বন্দী নেয়া হবে না তবে সামরিক বন্দীদেরদের নেয়া হবে। টাইমস অব ইন্ডিয়ার ঢাকাস্থ প্রতিনিধি আটক শিবির পরিদর্শন কালে বন্দীদের খোশ মেজাজে গল্প করতে এবং তাস খেলতে দেখেছেন। ভারতীয় সেনাবাহিনীর ব্যাবহারে তারা খুশী। জ্বালানী তেলের অভাবে পরিবহন সঙ্কট বন্দী স্থানান্তরে প্রভাব ফেলতে পারে।