২৫ ডিসেম্বর, ১৯৭১ঃ আন্তর্জাতিক রেডক্রস সমিতির
আন্তর্জাতিক রেডক্রস সমিতির একটি বিমান ঔষধপত্র, বিভিন্ন সাহায্যদ্রব্য ও রেডক্রস কর্মীদের ঢাকা পৌঁছেছে। স্বাধীন বাংলাদেশে আন্তর্জাতিক রেডক্রসের সাহায্যবাহী এটাই প্রথম বিমান। রেড ক্রস প্রতিনিধি দল পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের সাথে দেখা করেছেন। রেডক্রস হলি ফ্যামিলি হাসপাতালে খৃষ্টান কর্মকর্তা কর্মচারীরা রোগীদের সাথে তাদের বড়দিন উদযাপন করেন। রোগীদের বেশিরভাগই যুদ্ধাহত। এ উপলক্ষে রোগীদের উন্নত খাবার সরবরাহ করা হয়।