২৫ ডিসেম্বর ১৯৭১ঃ চীনা কনস্যুলেট বন্ধ
ঢাকায় চীনের কনস্যুলেট বন্ধ ঘোষণা। চীনের কনস্যুলেট কর্মকর্তারা ১৪ ডিসেম্বর রেডক্রস নিয়ন্ত্রণাধীন নিরপেক্ষ জোন হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় নিয়েছিলেন। চীনের কনস্যুলার এবং পাকিস্তান চীন মৈত্রী সমিতির পূর্ব পাকিস্তান সভাপতি মীর্জা গোলাম হাফিজ ইতিপূর্বে এক সভায় স্বাধীনতা বিরোধী বক্তব্য প্রদান করেছিলেন। ইন্দোনেশিয়াও কনস্যুলেট বন্ধ করবে। ইসরায়েল এর উপপ্রধান মন্ত্রী জেনারেল ইগাল এলন জানিয়েছেন ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি প্রদানে আগ্রহী। তিনি এক সান্ধ্যকালীন পত্রিকার সাথে সাক্ষাৎকারে বলেন বাংলাদেশ আজ বাস্তব। দেশটি স্বাধীনতা এবং স্বীকৃতির হকদার। দিনে দিনে অনেক দেশই বাংলাদেশকে স্বীকৃতি দিবে ইসরায়েলও তাদের একটি হবে।