You dont have javascript enabled! Please enable it!

২৫ ডিসেম্বর ১৯৭১ঃ ন্যাশনাল আওয়ামী পার্টি(মোজাফফর)

রাজধানীর হাতিরপুলে এক জনসভায় ন্যাশনাল আওয়ামী পার্টি(মোজাফফর) এর নেতৃবৃন্দ বলেন তাদের দল বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী একটি প্রকৃত সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে সরকারকে সহযোগিতা করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তারা বলেন সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশের স্বাধীনতা নস্যাতের জন্য এখনও সক্রিয় রয়েছে। তারা বলেন ইয়াহিয়া খান যখন লাখ লাখ বাঙালি হত্যা করে যাচ্ছিল যুক্তরাষ্ট্র তখন নীরব ভুমিকা পালন করেছিল। মুক্তিবাহিনী এবং মিত্র বাহিনীর মার খেয়ে যখন পাকিস্তানী বাহিনী বিপর্যস্ত হয়ে পড়েছিল তখনি তারা আবার তৎপর হয়ে উঠে। বেগম মতিয়া চৌধুরী স্বাধীনতার পক্ষের দল সমন্বয়ে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেন। তিনি দেশে নতুন নির্বাচনের দাবী করেন। ডাঃ ওয়াদুদ এই সভায় সভাপতিত্ব করেন। এক বিবৃতিতে মহিউদ্দিন মুক্তিবাহিনীর সকল গ্রুপকে একটি কম্যান্ডে আনার সুপারিশ করেন। তিনি দেশে ভারতীয় মুদ্রার প্রচলন পরিহার করে নিজস্ব মুদ্রা চালু করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ করেছেন। তিনি অবিলম্বে বেআইনি অস্র উদ্ধার ও শরণার্থী পুনর্বাসন চালু করার আহবান জানান।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!