২৬ ডিসেম্বর ১৯৭১ঃ ৫৫ জন যুবতী উদ্ধার
আন্তজার্তিক রেডক্রস সোসাইটির ট্রেনিং শাখা, ভারতীয় সেনাবাহিনী, অন্যান্য সংস্থার সহযোগিতায় মুক্তিবাহিনী ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার কতিপয় আড্ডাখানা হতে ৩৫ জন ও নারায়ণগঞ্জ এর তালতলার একটি বদ্ধ গুদাম হতে থেকে ২০ জন যুবতীকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করেছে। এদের বয়স ১৪ থেকে ৩০ বছরের মধ্যে। এদের অধিকাংশই অবিবাহিত এবং অনেকেই উচ্চশিক্ষিত। এদের প্রায় সকলেই গর্ভবতী। এদের মধ্যে কয়েকটি মেয়েকে ক্যান্টনমেন্ট এর বাঙ্কার থেকে উদ্ধার করা হয়েছে। ঢাকা ক্যান্টনমেন্ট এ এরকম ৩-৪ হাজার যুবতী আটক ছিল বলে জানা যায় যাদের অনেককেই তারা হত্যা করেছে। হত্যাকাণ্ডের অনেক আলামত উদ্ধারস্থলে পাওয়া গিয়েছে। রেডক্রসের সহযোগিতায় উদ্ধারকাজ অব্যাহত আছে। উদ্ধারকারীদের দায়িত্ব রেডক্রস নিয়েছে।