২৪ ডিসেম্বর ১৯৭১ঃ শেখ মুজিব ভূট্টো প্রথম দফা আলোচনা
পাকিস্তানের প্রেসিডেন্ট হাউজের এনেক্স ভবনে গৃহবন্দী শেখ মুজিবের সাথে জুলফিকার আলী ভূট্টো বৈঠকে মিলিত হন। বৈঠকের বিষয়বস্তু জানা যায়নি। আগামি সপ্তাহে তাদের মধ্যে আরেক দফা বৈঠক হবে।
নোটঃ সভাটি হয়েছিল রাওয়ালপিন্ডির উপশহর সিহালা পুলিশ রেস্ট হাউজে। সেখানেই মুজিব গৃহবন্দী ছিলেন। গোপন বৈঠক এর জন্য এই রেস্ট হাউজ ভূট্টো আগেও ব্যাবহার করেছিলেন। ভূট্টো এর ফাঁসির সময় বেনজির এখানেই গৃহবন্দী ছিলেন। অতিসম্প্রতি নওয়াজ শরীফও এখানে কিছুদিন আটক ছিলেন। আলোচনার বিষয় ছিল শিথিল কনফেডারেশন নিয়ে আলোচনা।