২৪ ডিসেম্বর, ১৯৭১ঃ পাক দোসর গ্রেফতার
বিগত ২৫ মার্চ পরবর্তী সময়কার দখলদার পাক বাহিনীর বর্বরতার দোসর শতাধিক পাক দোসরকে ধরা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ডিরেক্টরেটের এক প্রেস বিজ্ঞপ্তির বরাতে এপিবি ও বিপিআই আজ গ্রেফতারকৃতদের মধ্যে নিন্মোক্তদের নাম ঘোষণা করেছেনঃ মালিক মন্ত্রীসভার ৪ জন সদস্য বাদে সকলকে গ্রেফতার করা হয়েছে।
1. ডঃ সৈয়দ সাজ্জাদ হোসেন, ভি,সি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশেষ দুত ইয়াহিয়া খান।
2. ডঃ হাসান জামান চেয়ারম্যান বিএনআর
3. হাকিম ইনতাজুর রহমান আখুনজাদা, কেন্দ্রীয় শান্তি কমিটির সদস্য
4. ফায়জুল হক, এম.এন.এ আওয়ামী লীগ
5. মেজর আফসার উদ্দিন, সভাপতি ইসলামী গণতন্ত্রী দল ও কেন্দ্রীয় শান্তি কমিটির সদস্য
6. এ. বি. এম. নূরুল ইসলাম, এম.এন.এ আওয়ামী লীগ
7. এস. বি. জামান, এম.পি.এ আওয়ামী লীগ
8. সাবেক স্বরাষ্ট্র সচিব এন এম কাজিম
9. এস এম নওয়াব, পুলিশের ডিআইজি
10. লে: কর্ণেল গোলাম আহমদ চৌধুরী, ডেপুটি চীফ ইঞ্জিনিয়ার
11. এস এম নওয়াব, পুলিশের ডিআইজি
12. জহুরুল হক, ডেপুটি ডিরেক্টর, রাজাকার
13. ডক্টর এ.এ.বাসেত, ঢাকা মেডিকেল কলেজ
14. এ. বি. এম. আব্দুল খালেক মজুমদার, বদর নেতা
15. মোক্তার গুন্ডা, মিরপুর মুজাহিদ পার্টির কমান্ডার
16. আশরাফ আলী, বদর সদস্য
17. ইন্সপেক্টর আব্দুল হালিম সিকদার, সি.আই.এ. কোতোয়ালী
18. এস. আই. কায়কোবাদ, প্রাক্তন ওসি, লালবাগ থানা
19. এস. আই. খোরশেদ খাঁ, প্রাক্তন ওসি, লালবাগ থানা এবং
20. মাওলানা বজলুর রহমান, ফরিদাবাদ মাদ্রাসা, ঢাকা।