You dont have javascript enabled! Please enable it! 1971.12.25 | গণহত্যার দায়ে গভর্নর মালিক এবং তার মন্ত্রীসভার সকল সদস্য এর বিচার করা হবে - স্বরাষ্ট্র মন্ত্রী কামরুজজামান - সংগ্রামের নোটবুক

২৫ ডিসেম্বর ১৯৭১ঃ স্বরাষ্ট্র মন্ত্রী কামরুজজামান

স্বরাষ্ট্র মন্ত্রী কামরুজজামান বঙ্গভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন গণহত্যার দায়ে গভর্নর মালিক এবং তার মন্ত্রীসভার সকল সদস্য এর বিচার করা হবে। তিনি বলেন হানাদার বাহিনীর কোন দালাল বিচার হতে রেহাই পাবে না এমনকি পাকিস্তানী সামরিক বাহিনীর অপরাধীরাও রেহাই পাবে না। তিনি আশা প্রকাশ করেন ভারত সরকার এরুপ বিচারে বাংলাদেশকে সহযোগিতা করবে। এই বিচার যথাশীঘ্রই শুরু হবে। তিনি বলেন তাদের গণহত্যা এত ব্যাপক এবং ভীতিকর ছিল যে প্রকৃত সংখ্যা বের করতে সময় লাগবে। আমরা ধারনা করছি এ সংখ্যা ১০ লাখের উপর হবে। তারা কমপক্ষে এক লাখ নারী ধর্ষণ করেছে।  আরেকটি সভায় তিনি বলেন বাংলাদেশ পুনর্গঠনে কমপক্ষে ২০০০ কোটি টাকা লাগবে। বাংলাদেশ পুনর্গঠনে এ পর্যন্ত ৪ টি দেশের সাহায্য এর আশ্বাস পাওয়া গিয়েছে এগুলি হল ভারত, সোভিয়েত ইউনিয়ন, যুগোস্লভিয়া ও পোল্যান্ড। পুলিশ বাহিনী পুনর্গঠন প্রসঙ্গে তিনি বলেন অনেকেই নিহত হয়েছে অনেকেই এখনও কাজে যোগ দেয়নি ইতিমধ্যে নতুন রিক্রুটের ব্যাবস্থা নেয়া হয়েছে।