২৫ ডিসেম্বর, ১৯৭১ঃ বেতন গ্রহনে আনুগত্য সার্টিফিকেট
সরকারী চাকুরীজীবীদের বেতন বা পেনশন গ্রহন করতে হলে এই দেশের প্রতি আনুগত্য এর সার্টিফিকেট দিতে হবে। তারা এ মর্মে নিম্নলিখিতভাবে সার্টিফিকেট দিবেন এতদ্বারা আমি গনপ্রজা তান্ত্রিক বাংলাদেশের প্রতি আনুগত্য স্বীকার করছি। অন্যান্য ক্ষেত্রে চেক স্বাক্ষরকারী ও টাকা বিলিকারি অফিসার নিম্নলিখিত রুপে একটি সার্টিফিকেট লিপিবদ্ধ করিতে পারেন যেমন বর্তমান বিলে যে সমস্ত কর্মচারীর নাম রয়েছে তারা সকলেই গনপ্রজাতান্ত্রিক বাংলাদেশের প্রতি অনুগত।