বাংলাদেশের সমর্থনে ৬ ফেব্রুয়ারি কমিটির ডাকে গণমিছিল
আগরতলা, ২৮ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম দীর্ঘজীবী হােক, বাংলাদেশের শ্রমিক-কৃষক, ছাত্র-যুবক-মেহনতি জনতার গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম সার্থক হােক, ভারত বাংলাদেশ মৈত্রী জন্দাবাদ, সপ্তম মার্কিন নৌ-বহর ভারত মহাসাগর ছাড়াে, মার্কিন ঋণ পরিশােধ করা বন্ধ কর, মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হােক আজ আগরতলায় ত্রিপুরার শ্রমিক-কর্মচারী ছাত্র-যুবক-মেহনতি জনতার সর্ববৃহৎ সংগঠন ৬ ফেব্রুয়ারি কমিটির গণমিছিল থেকে এই দৃপ্ত শ্লোগান উচ্চারিত হয়।
সন্ধ্যা পাঁচটার পর অফিস থেকে কর্মচারীররা, ছাত্র-যুবক-মহিলা, রিক্সা শ্রমিক জমায়েত হতে থাকেন। পরে এক বৃহৎ গণমিছিল শহরের বিভিন্ন স্থান পরিক্রমা শেষে পােস্ট অফিস চত্ত্বরে জমায়েত হন।
এই সমাবেশে প্রধান বক্তার ভাষণে ৬ ফেব্রুয়ারি কমিটির সম্পাদক অজয় বিশ্বাস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন দিক বিশ্লেষণ করেন। তিনি গভীর দুঃখের সঙ্গে বলেন, সংগ্রামে বাংলাদেশের মুক্তিযােদ্ধাদের গৌরবােজ্জ্বল ভূমিকাকে ম্লান করে আমাদের দেশের সরকার ও বৃহৎ পত্রিকাগােষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। তিনি এই প্রচেষ্টার তীব্র নিন্দা করেন এবং ভারত সরকারের নিকট দাবি জানান, সাম্রাজ্যবাদ ঘেঁষা পররাষ্ট্র নীতি ত্যাগ করে মার্কিন সাম্রাজ্যবাদীদের সমস্ত ঋণ পরিশােধ বন্ধ ও তাদের সমস্ত প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করে সমাজতান্ত্রিক শিবিরের সাথে আরাে ঘনিষ্ঠ হতে। এছাড়া ছাত্র ও যুব সংগঠনের পক্ষ থেকে মাধব সাহা ও শঙ্কর দাস বক্তৃতা করেন। সমাবেশে সভাপতিত্ব করেন সাধনা চক্রবর্তী।
সূত্র: দেশের ডাক
৩১ ডিসেম্বর, ১৯৭১
১৫ পৌষ, ১৩৭৮