২৩ ডিসেম্বর ১৯৭১ঃ ভারতের বিশেষ দুত ডিপি ধর
ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিশেষ দুত দুর্গা প্রসাদ ধর দুপুরে অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন। তিনি প্রেসিডেন্টকে জানান স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশের জন্মকে অভিনন্দিত করার জন্য তিনি বাংলাদেশ সফর করছেন। পরে বিকেলে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তাজউদ্দিন এবং মন্ত্রীসভার সাথে বৈঠকের পর তিনি বলেছেন ভারত বাংলাদেশের বিপর্যস্ত অর্থনীতি পুনর্গঠন এবং শরণার্থীদের পুনর্বাসনের বিশাল দায়িত্ব হাতে নেয়ার প্রাক্কালে সকল প্রকার সাহায্য ও সহযোগিতা করতে পারে। ধর বলেন সমস্যাবলী নির্ণয় এবং অগ্রাধিকার প্রনয়নের প্রচেষ্টা চালু করা হয়েছে এবং এ ব্যাপারে বাংলাদেশের পরিকল্পনা কমিশন কাজ করে যাচ্ছে। শরণার্থী প্রত্তাবাসনের ব্যাপারে বাংলাদেশ সরকারের সাথে তার সরকারের আলোচনা চলছে। দুই দেশ অচিরেই এই কাজে হাত দিবে।