২৩ ডিসেম্বর ১৯৭১ঃ ফজলুল কাদের চৌধুরী গ্রেফতার
চট্টগ্রামের কুখ্যাত মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরী বার্মা পলায়ন কালে গ্রেফতার হয়েছেন। তাকে নৌবাহিনী দপ্তরে আটক রাখা হয়েছে। তার গুডস হিলের বাড়ীটি মুক্তিযোদ্ধারা দখল করে সেখানে তাদের ক্যাম্প বসিয়েছে। ৭ জানুয়ারী দৈনিক বাংলায় প্রকাশিত বিবরন অনুযায়ী ফজলুল কাদের চৌধুরী সপরিবারে ১৮ ডিসেম্বর কর্ণফুলী দিয়ে বঙ্গোপসাগরে একটু গভীর দিয়ে বার্মা যাচ্ছিলেন। আনোয়ারার পারকি বরাবর আসলে তিনি লঞ্চের চালককে মাইন ভীতির কারনে পাড়ের কাছ দিয়ে লঞ্চ চালাতে বলেছিলেন। চালক চালাকি করে তাকে বহনকারী লঞ্চ ডুবো চরে আটকিয়ে দিয়ে বলেন লঞ্চ ছাড়াতে কিছু লোক আনতে হবে। চালক লঞ্চ থেকে নেমে কিছু বিচ্ছু নিয়ে আসে। বিচ্ছুরা ফজলুল কাদের চৌধুরীর পরিবার, একজন পাক মেজর সহ তাদের নামিয়ে তীরে নিয়ে আসে। পরে মুক্তিযোদ্ধাদের একটি দল তাদের আটক করে নিয়ে যায়। তার কাছে তখন দেড় মন সোনা ৭ লাখ রুপি ছিল।