২৩ ডিসেম্বর ১৯৭১ঃ বুদ্ধিজীবীদের উদ্ধারে তল্লাশি
গোপন সুত্রে খবর পেয়ে বাংলাদেশ ও ভারতের একটি বাহিনী মিরপুর চিড়িয়াখানা সংলগ্ন ঝোপঝাড়ে( বর্তমান বোটানিক্যাল গার্ডেন) তল্লাশি চালায়। কয়েক ঘণ্টার তল্লাশিতে কোন বুদ্ধিজীবীকে জীবিত বা মৃত অবস্থায় পাওয়া যায়নি। তবে সেখানে বিমানবাহিনীর একটি রাডার ঘাটির খোজ পাওয়া গিয়েছে (এখনও আছে)। এখানে ১টি রাডার, ৪টি এএ গান, টেলিফোন ইউনিট, ট্রান্সমিটার, মেশিনগান, চাইনিজ গোলাবারুদ, কাগজপত্র পাওয়া গিয়েছে। সেখানে রাজাকারদের কিছু কাপড়চোপড়ও পাওয়া যায়।