২৪ ডিসেম্বর ১৯৭১ঃ মেজর তারাকে বেগম মুজিবের উপহার
১৭ ডিসেম্বর পাকবাহিনীর বন্দীশালা থেকে মুজিব পরিবারকে উদ্ধারকারী দলের ভারতীয় ১৪ গার্ডের কোম্পানি কম্যান্ডার মেজর তারাকে আজ ধানমণ্ডির ১৮ নং সড়কের বাড়ীতে বেগম মুজিব দাওয়াত দিয়ে তাকে একটি হাতঘড়ি উপহার দেন। এ ছাড়াও তার স্ত্রীর জন্যও কিছু উপহার দেয়া হয়। মেজর তারার ইউনিট নতুন দায়িত্ব নিয়ে মিজোরাম চলে গেলেও বেগম মুজিবের অনুরোধে তারাকে ঢাকায় রেখে দেয়া হয়েছিল। ছবিতে আত্মীয় মমিনুল হক খোকা তার স্ত্রী ও পুত্রকে দেখা যাচ্ছে।