You dont have javascript enabled! Please enable it!

২২ ডিসেম্বর ১৯৭১ঃ ঢাকায় পৌঁছে প্রধানমন্ত্রী তাজউদ্দীন বলেন

দেশে ফিরে বিমানবন্দরে প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ উপস্থিত জনতার উদ্দেশে বলেন বাংলার সবুজ মাটি যে বীর শহীদানের লাল রক্তে উর্বর হয়েছে উহার ফসল ভোগ করবে বাংলাদেশের গরীব চাষি ও সাধারন মানুষ। কোন শোষক জালেম ও সাম্রাজ্যবাদী আর গরীব দুঃস্থ মানুষ কে শোষণ করতে পারবে না। শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার পথে কাহাকেও বাধা সৃষ্টি করতে দেয়া হবে না। তিনি বলে স্বাধীন বাংলার মাটিতে পা দেয়ার সাথে সাথে বার বার মনে পড়ছে বাংলার নয়নমণি শেখ মুজিবকে। তিবি বলেন আপনারা ত্যাগ তিতিক্ষা ও প্রাণদান করে এবং অত্যাচার সহ্য করে স্বাধীনতা অর্জন করেছেন। বাংলার সাড়ে সাত কোটি মানুষ স্বাধীনতা লাভের জন্য যে গন বিপ্লবে মেতে উঠেছিলো সেই বিপ্লব থেমে গেলে চলবে না, বরং বিপ্লব কে এগিয়ে নিতে হবে।